স্টাফ রিপোর্টার: কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে বাড়ির টয়লেটের নতুন সেফটিক ট্যাংকিতে দম বন্ধ হয়ে গৃহিনীসহ দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকালবুধবার সকাল সাড়ে ১১টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের আজিম উদ্দিন সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো বাড়ির মালিক মৃত আব্দুর শুক্কুরের স্ত্রী রহিমা খাতুন (৫৫) ও একই এলাকার বাসিন্দা ছেহের মিয়ার ছেলে রাজমিস্ত্রি ছালামত উল্লাহ ( ৩০।
রামু থানার এস আই আব্দুল খালেক জানান, এক মাস বন্ধ থাকার পর বাঁশের খুঁটি ও কাঠ সরানোর জন্য নতুন সেফটিক ট্যাংকির ভেতর গেলে অক্সিজেন সল্পতার কারণে দম বন্ধ হয়ে ওরা ২ জনের মৃত্যু হয়। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালেরমর্গে রয়েছে।