যশোরে অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: যশোর সদরের শংকরপুর বাস টার্মিনাল এলাকা থেকে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম  জানান, সকাল ১০টার দিকে টার্মিনাল এলাকারএকটি পুকুরে লাশটি পলিথিনে জড়ানো অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোরমেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠায়। তিনি জানান, ধারণা করা হচ্ছেদুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যার পর লাশ পুকুরে ফেলে রেখে গেছে।