২০১৮সালে পদ্মা সেতু গাড়ি চলাচলের জন্য খুলে দেয়া হবে : প্রধানমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: পদ্মাসেতুর মূল কাজ এ মাসেই শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে মূল সেতু নির্মাণ কাজের জন্যচায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে ইতোমধ্যে কার্যাদেশদেয়া হয়েছে। কোম্পানিটি ১২ হাজার ১৩৩ কোটি টাকায় সেতু নির্মাণেরপ্রতিশ্রুতি দিয়েছে। এজন্য আমরা তাদেরকেই সেতু নির্মাণের কাজ দিয়েছি। গতকাল বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ডা. রুস্তম আলী ফরাজীর লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।শেখহাসিনা বলেন, গত ২২ মে সেতুর কারিগরি ও আর্থিক দরপত্র মূল্যায়ন করেঠিকাদার নিয়োগের প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভায় অনুমোদন দেয়াহয়েছে।কেননা এটা ছিলো আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী ইশতেহারের অংশ।
প্রধানমন্ত্রীসংসদকে জানান, নদী শাসন কাজের ঠিকাদার নিয়োগে কারিগরি মূল্যায়ন ইতোমধ্যেসম্পন্ন হয়েছে। আর্থিক প্রস্তাবও চাওয়া হয়েছে, যা ২৯ জুন দাখিল করা হবে।সেনাবাহিনীকেও পদ্মাসেতু নির্মাণ কাজে সম্পৃক্ত করা হয়েছে।২০১৮ সালে পদ্মাসেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে বলে আশাবাদ ব্যক্ত করেনপ্রধানমন্ত্রী।এমপি দিদারুল আলমেরএক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীবলেন, গত পাঁচ বছরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট সরকার জনগণের প্রত্যাশাপূরণে কাজ করেছে। তার ধারাবাহিকতা এ সরকারের আমলেও রয়েছে।