খবর:(মহেশপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত)
দফায় দফায় খাচ্ছি শুধু গুলি
বাংলাদেশির উড়ছে মাথার খুলি
হবে হবে শুনছি একই বুলি।
মাঝে মাঝেই পড়ছে খালি লাশ
আর কতোবার করতে হবে পাস
বারে বারে দিচ্ছে ওরা বাঁশ।
রক্ত খেকো হায়েনাদের দল
খাচ্ছে পেড়ে বাংলাদেশের ফল
ধরে আছে মানুষ মারার কল।
ওদের খুবই বাড় বেড়েছে বাড়
আর কোনোবার ছাড় হবে না ছাড়
এবার দেখিস গুঁড়িয়ে দেবো হাড়।
-আহাদ আলী মোল্লা