অভয়নগরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত

 

স্টাফ রিপোর্টার: যশোরেরঅভয়নগরে সিমেন্ট বোঝাই ট্রাক ওঅটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহতহয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। গতকালমঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজঘাটবাজারের আহাদ জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি) মোল্লা খবির উদ্দিন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিতকরেছেন।নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। নিহতরা হলেন ইকবালমোল্লা (৪০), গোপাল বালা (৬০), টুটুল (৩৫) ও পরিতোষ সাহা (৫০)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতরা সবাই অভয়নগর ও ফুলতলাএলাকার বাসিন্দা।জানা যায়, সকাল ৮টার দিকে আহাদ জুট মিলের সামনেখুলনাগামী ট্রাকের সাথে নওয়াপাড়াগামী যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখিসংঘর্ষ হলে অটোরিকশার ৯ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।বাকিদুজনকে আশঙ্কাজনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাহয়েছে।