স্টাফ রিপোর্টার: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে৭০টি সোনার বারসহ ৯ জনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দারা। মহানগরগোয়েন্দা পুলিশ জানিয়েছে, গতসোমবার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দরেরইমিগ্রেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। এদের বাইরে একই চক্রের আরেকসদস্যকে রাজধানীর পল্টন এলাকার একটি বাড়ি থেকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়াসোনার বারগুলোর ওজন ৮ কেজি। সোনার বার ছাড়াও তাদের কাছ থেকে নগদ ৩৫ লাখটাকা ও পাঁচ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে।