ঢাকায় এসেছেন স্ট্রিক

স্টাফ রিপোর্টার: ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশের নতুন বোলিং কোচ হিথ স্ট্রিক। গতসোমবাররাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন জিম্বাবুয়ের এ সাবেকঅধিনায়ক ও ফাস্ট বোলার।ঢাকায় নেমে অবশ্য আনুষ্ঠানিক কিছু বলেননিস্ট্রিক। গতকাল মঙ্গলবার বিকেলে মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে আয়োজিত সংবাদসম্মেলনেই তিনি সবকিছু বলবেন বলে জানা গেছে।কিছু দিন আগেই ২ বছরসময়ের মধ্যে ৪৫০ দিনের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগদেয়া হয় স্ট্রিককে। ভারতের বিপক্ষে এই মাসে অনুষ্ঠেয় ওয়ানডে সিরিজেও তিনিদলের সাথে থাকবেন।

স্ট্রিককে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড়হিসেবেই অভিহিত করা হয়। দেশের হয়ে ১৯৯৩ থেকে ২০০৫ পর্যন্ত টেস্ট-ওয়ানডেদু ফরম্যাট মিলিয়ে তার উইকেট সংখ্যা ৪৫৫। ব্যাট হাতেও তিনি কম যান না।তার মোট আন্তর্জাতিক রান ৪৯৩৩।

Leave a comment