কুষ্টিয়ার মিরপুরেস্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা: স্বামীসহ আটক-২

 

 

মীরপুর প্রতিনিধি:কুষ্টিয়া মিরপুরের কবরবাড়ীয়া গ্রামে কুমকুমি খাতুন শম্পা (১৯) নামে এক নববধুকে শ্বাসরোধ করেছে তার স্বামী রুবেল। গতকাল মঙ্গলবারভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারকরে। স্থানীয়রা রুবেল ও তার ছোটভাই সোহেলকে ধরে পুলিশে দিয়েছে। হত্যা মামলায় এদেরকে গ্রোফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতেরপিতা তাঁতিবন্ধ গ্রামের আব্দুল কুদ্দুস জানান, ৩ মাস পূর্বে পারিবারিকভাবেকবরবাড়ী গ্রামের শের আলীর ছেলে রুবেলের (২৫) সাথে কুমকুমির বিয়ে হয়।বিয়ের পর থেকে রুবেল, তার ভাই সোহেল, বাবা শের আলী ও মা মুনি খাতুনসহপরিবারের অন্য সদস্যরা যৌতুকের দাবিতে শম্পাকে মারপিট ও শারীরিকভাবেনির্যাতন করতো। এ ঘটনার জের ধরে তারা রাতে শম্পাকে শ্বাসরোধ করে হত্যা করেবলে তিনি অভিযোগ করেন।এদিকে, স্থানীয়রা বিষয়টি জানতে পেরে স্বামী রুবেলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।নিহতের পিতা বাদী হয়ে রুবেল ও তার মা বাবা ও ভাইসহ চারজনকে অভিযুক্ত করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম শাহীন জানান, ঘটনাস্থলেপুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।