আলমডাঙ্গায় পকেটমারচক্রের দু মহিলা সদস্য আটক

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে আলমডাঙ্গা রেলস্টেশন থেকে ২ মহিলা পকেটমারকে আটক করেছে।

জানাগেছে, গতকাল মঙ্গলবার সকালে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের এক যাত্রীর পকেট থেকে ট্রেনে ওঠার সময় ভিড়ের মধ্যে ১০ হাজার টাকা সঙ্ঘবদ্ধ পকেটমারচক্র হাতিয়ে নেয়। কিছুটা দেরি হলেও বিষয়টি টের পেয়ে তিনি স্টেশন থেকে ফিরেই দ্রুত আলমডাঙ্গা থানায় গিয়ে পুলিশের নিকট অভিযোগ করেন। এএসআই মেজবা দ্রুত স্টেশনে গিয়ে স্টেশনে অবস্থানরত সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় ২ মহিলাকে আটক করে। এরা হচ্ছে ভেড়ামারা সাতবাড়িয়ার রেজাউলের স্বামী বিতাড়িত কন্যা রেখা খাতুন(৩০) ও মিরপুর উপজেলার মেকুরপুর গ্রামের কালুর স্ত্রী নার্গিস (৩০)। থানায় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটক ২ মহিলা পকেটমারের বিষয়টি স্বীকার না করলেও পুলিশের নিকট টাকাসমেত পকেটমারকে ধরিয়ে দিতে ২ দিন সময় চায়। তারা পকেটমারচক্রকে চেনে বলেও এক পর্যায়ে স্বীকার করে। পুলিশের ধারনা আটককৃত ২ মহিলা নিজেদের বাঁচিয়ে তথ্য দিচ্ছে। আসলে তারা পকেটমারচক্রের সদস্য। এদেরকে সংশ্লিষ্ট মামলায় আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।