প্রতারণা করে এলজিএসপি কমিটির সদস্যদের প্রশিক্ষণের টাকা তুলে নেয়ার অভিযোগে
আলমডাঙ্গা ব্যুরো: প্রতারণা করে এলজিএসপি কমিটির সদস্যদের প্রশিক্ষণের টাকা তুলে নেয়ার অভিযোগে কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গা গ্রামের আবুবকর সিদ্দিকী ওরফে আলি বাবু এখন পুলিশের খাঁচায়।৩ দিন প্রতারণা করে টাকা নেয়ার পর গতকাল ৪র্থ দিনের টাকা হাতিয়ে নেয়ার সময় হাতেনাতে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসের অডিটরিয়াম হলরুমে চলছে দ্বিতীয় লোকাল গভার্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-এলজিএসপি-র ওয়ার্ড কমিটি ও স্কিম সুপারভিশন কমিটির সদস্যদের প্রশিক্ষণ। প্রত্যেক প্রশিক্ষণার্থীকে প্রতিদিন ৩০০ করে টাকা দেয়া হয়ে থাকে।প্রতিদিন অনেকেই প্রশিক্ষণে উপস্থিত হতে পারেন না। এরই সুযোগে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাঘাডাঙ্গা গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে আবুবকর সিদ্দিকী ওরফে আলি বাবু (৩০) অনুপস্থিত ট্রেইনার নামের তালিকায় স্বাক্ষর করে তার নামের বরাদ্দকৃত সম্মানীর টাকা তুলে নিতেন।গত ৩ দিন তিনি একই কৌশলে অন্যের সম্মানীর টাকা তুলে নেন। ৪র্থ দিনের মতো গতকাল মঙ্গলবার পুনরায় প্রতারণা করে টাকা তুলে নেয়ার সময় তিনি হাতেনাতে ধরা পড়েন। সে সময় তাকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট উপস্থিত করা হলে তিনি অকপটে সব স্বীকার করেন।এরপর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে।তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।