জীবননগর ব্যুরো: জীবননগর পৌরমেয়র উপজেলা বিএনপির নেতা নোয়াব আলীর আড়তে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোরে আগুন লাগার এ ঘটনা ঘটে। আগুনে গোডাউনে রক্ষিত ধান ও ভুট্টাসহসহ¯সহস্রাধিক খালি বস্তা পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে কেও শক্রতা করে গোডাউনের ভেন্টিলিটারের ফাঁক দিয়ে আগুন ছুড়ে দিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পৌরমেয়র বিএনপি নেতা নোয়াব আলী দত্তনগর সড়কে দীর্ঘদিন ধরে আড়ত ব্যবসা পরিচালনা করে আসছেন। ম্যানেজার আপিল মাহমুদ জানান, রোববার রাত সাড়ে ৯টা অবধি ধান ও ভুট্টা খরিদ করে গোডাউনে রাখা হয়। সকালে কর্মচারীরা এসে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। জীবননগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গোডাউনে রক্ষিত ধান, ভুট্টা ও সহস্রাধিক খালি বস্তা পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা বলে ম্যানেজার আপিল মাহমুদ জানিয়েছেন।