জীবননগর উথলী বিজিবিরঅভিযানে মদ ও ফেনসিডল উদ্ধার

 

 

জীবননগর ব্যুরো: গতকাল সোমবার বিকেলে জীবননগর উপজেলার উথলী বিশেষ বিজিবি ক্যাম্পের সদস্য অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে উথলী ক্যাম্পের বিজিবি সদস্যরা উথলী মাঠে অভিযান চালিয়ে ৪৩ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল. এসএম মনিরুজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে উথলী বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েব সুবেদার লিয়াকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উথলী মাঠে অভিযান পরিচালনা করেন। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদকব্যবসায়ীরা মদের কার্টুন ফেলে পালিয়ে যায়। বিজিবি পরিত্যক্ত অবস্থায় ওই কার্টুন উদ্ধার করে তার ভেতর থেকে ৪৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪৭ বোতল মদ উদ্ধার করেন।