দৌলতপুরে সড়ক নির্মাণ শ্রমিকদের ওপর বোমা হামলা : আহত ১০

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি-শ্যামপুর সড়কের নির্মাণ শ্রমিকদের ওপর বোমা হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীদের হামলায় ১০ শ্রমিক আহত হয়েছে। নতুন করে হামলার ভয়ে শ্রমিকরা চলে যাওয়ায় ওই সড়কের কাজ বন্ধ হয়ে গেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, গত রোববার রাত ২টার দিকে ২৫/৩০ জনের মুখোশধারী সন্ত্রাসী খলিশাকুণ্ডি বাসস্ট্যান্ড বাজারে এলজিইডি’র তত্ত্বাবধায়নে খলিশাকুণ্ডি-শ্যামপুর সড়কের কার্পেটিং কাজের শ্রমিকদের লক্ষ্য করে পরপর ৭টি বোমা ছুড়ে মারে এবং শ্রমিকদের বেধড়ক মারপিট করে। বোমার আঘাতে মোতালেব (৪২) আহত হন। এছাড়া সন্ত্রাসীরা আশরাফুল (২২) আলামিন (২০) ও ফালুসহ ১০ শ্রমিক পিটিয়ে আহত করে। আহতরা মিরপুর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন আছে। প্রাণভয়ে শ্রমিকরা পালিয়ে যাওয়ায় ওই সড়কের কাজ বন্ধ হয়ে গেছে। দৌলতপুর থানার ওসি এনামূল হক জানান, ওই কাজের ঠিকাদারের কাছ থেকে চাঁদা নেয়ার কৌশল হিসেবে একদল মুখোশধারী সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ প্রহরায় রাস্তার কাজ পুনরায় চালু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।