চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরে আর্জেন্টিনার পতাকা উড়তে দেখে কৌতূহল

 

স্টাফরিপোর্টার: আগামী বিশ্বকাপ উপলক্ষে চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরে আর্জেন্টিনার পতাকা উড়তে দেখে সাধারণ-জনসাধারণ কৌতূহলতার সাথে বিভিন্ন মন্তব্য করছে বলে জানাগেছে।

জানাগেছে, সরকারি ভবনের ওপরে শুধুমাত্র দেশের পতাকা দেখাগেলেও বাইরে দেশের পতাকা দেয়ার নিয়ম নেয়। তারপরও চুয়াডাঙ্গার আবুল কাসেম সড়কে প্রধান ডাকঘরের ছাদের ওপর আর্জেন্টিনার পতাকা উড়ছে। যা নিয়ম অনুযায়ী আইন বহির্ভুত। পোস্ট অফিসে ও রাস্তায় যাতায়াতকারী সচেতন জনসাধারণ বলেন, যে পতাকার জন্য দীর্ঘ ৯মাস যুদ্ধকরে কয়েক লাখ মা-বোনের ইজ্জতের বিনিয়নে যে পতাকা ছিনিয়ে এনেছিলো বাংলার দামাল ছেলেরা।সেই পতাকা টাঙানো খবর নেই অথচ খোদ সরকারি ভবনেই অবৈধভাবে আর্জেন্টিনার পতাকা উড়ছে। জেলার মুক্তিযোদ্ধা ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হচ্ছে।

Leave a comment