ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১২ সেপ্টেম্বর

 

 

স্টাফ রিপোর্টার: আগামী১২ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে ঢাকাবিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের অধীনে ১ম বর্ষ স্নাতক সম্মানশ্রেণির ভর্তি পরীক্ষা। এ জন্য ১৪ আগস্ট থেকে শুরু হবে অনলাইনে আবেদনপ্রক্রিয়া। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। গতকালরোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যঅধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তিকমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।সভার সিদ্ধান্তঅনুযায়ী বিজ্ঞানের শিক্ষার্থদের জন্য ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২সেপ্টেম্বর, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য খ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৯সেপ্টেম্বর, ব্যাবসায় শিক্ষার জন্য গ-ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ সেপ্টেম্বর, সমন্বিত ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ সেপ্টেম্বর এবং চারুকলা অনুষদভূক্তচ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।