স্টাফ রিপোর্টার: বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগসরকার দেশের সব কিছুতেই ফর্মালিন দিয়েছে। তারা পুরো সমাজে ফর্মালিনদিয়েছে। আওয়মী লীগের শাসনামলই ফরমালিনের যুগ বলে তিনি মন্তব্য করেন। গতশনিবারগণভবনে প্রধানমন্ত্রীর বিএনপিকে ফর্মালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে এবক্তব্যের জবাবে তিনি একথা বলেন।তিনি বলেন, শুধু ফরমালিন নয়, ভয়াবহ বিষপ্রয়োগে সব ধ্বংস করা হচ্ছে। তারা ব্যাংক শেয়ারবাজার থেকে শুরু করে সবধ্বংস করেছে। তারা রাজনীতিতে ফরমালিনের ব্যবহার ভালোভাবেই করছে।মির্জাফখরুল বলেন, বিএনপি জন্ম লাভ করেছে গণতান্ত্রিক রাষ্ট্রে। যে বিধিবিধানেবিএনপির জন্ম হয়েছে সে বিধিবিধানে আওয়ামী লীগ পুর্নজন্ম লাভ করে। বিএনপিকেঅবৈধ বলার আগে আপনাদের (আ. লীগ) জন্মের বিষয়টি ভেবে দেখতে হবে। এর (আ. লীগ)বৈধতা থাকে না।ফখরুল বলেন, আওয়ামী লীগ সেই রাজনৈতিক দল যারা ১৯৭৫ সালেমাত্র ১১ মিনিটে বিল পাস করে সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সব পত্রিকা বন্ধ করেদিয়ে একদলীয় বাকশাল কায়েম করেছিলো। তারা গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসনকায়েম করেছিলো। গতকাল রোববার আওয়ামী লীগ তাই করেছে।জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েবন্দুকের জোরে ক্ষমতায় আছে।