চুয়াডাঙ্গার বড়শলুয়া-গোলাপনগর সড়কে অস্ত্রধারী ছিনতাইকারীদের তাণ্ডব

পথচারদের বেঁধে টাকা মোবাইলফোন লুট :আহত ১

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বড়শলুয়া-গোলাপনগর সড়কে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়ে পথচারীদের বেঁধে নগদ টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নিয়েগেছে। দীর্ঘসময় একই জায়গায় ছিনতাইয়ের ঘটনা ঘটলেও দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের। পরে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

এলাকাবাসী জানায়, গতশনিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া গ্রামের রাজ্জাকের ছেলে জাহাঙ্গীর (২৮) ও নুরুর ছেলে করিম ফরিদপুর থেকে বাড়ি ফিরছিলেন। এসময় তারা বড়শলুয়া-গোলাপনগর সড়কের বড়শলুয়া কলেজের নিকটবর্তী ছোট ব্রিজের নিকট পৌছুলে ৭-৮জনের একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে হাত-পা বেঁধে ফেলে।ছিনতাইকারীরা তাদের নিকট থেকে ৪ হাজার টাকা এবং ২টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। রাত ১২টার দিকে একই স্থানে তিতুদহ থেকে বাড়ি ফেরার পথে বড়শলুয়া গ্রামের শফিকুলের ছেলে রকিবুল, রফিকুলের ছেলে বাবু, ইসমাইলের ছেলে মানিক ও হারানের ছেলে নুরুজ্জামান ছিনতাইকারীদের কবলে পড়ে। ছিনতাইকারীরা তাদেরকে বেঁধে ১ হাজার টাকা ৪টি মোবাইলফোন ও ২টি বাইসাইকেল ছিনিয়ে নেয়। সকালে ছিনতাই হওয়া বাইসাইকেল দু’টি গ্রামের মাঠ থেকে উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা পথচারী জাহাঙ্গীরকে পিটিয়ে আহত করে। দীর্ঘসময় একই স্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও স্থানীয় পুলিশের ভীমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।