দামুড়হুদায় উপজেলা পর্যায়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পর্যায়ে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল কলেজমাঠে উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে দিনব্যাপি কাণমাছি,হা-ডু-ডু, বৌচি, দাঁড়িয়া বাধা, মোরগ লড়াইসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান।

দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, নতিপোতা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, উপজেলা প:প: কর্মকর্তা আব্দুল হান্নান, দামুড়হুদা পাইলট গার্লস স্কুলে কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দামুড়হুদা মডেল থানার এএসআই মেজবাহ উদ্দিন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক সৈয়দ মাসুদুর রহমান খোকন, মিরাজুল ইসলাম ও মফিজুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী এম. নুরুন্নবী।