শাহরুখের কাছে প্রীতির পরাজয়

 

 

স্টাফ রিপোর্টার: রোমাঞ্চকর ফাইনালে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৩ উইকেটে হারিয়ে আইপিএলের শিরোপা জিতেছে কোলকাতা নাইট রাইডার্স।২০০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই রবিন উথাপ্পারবিদায়ে শুরুটা ভালো হয়নি কোলকাতার। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহককে ফিরিয়ে দেন মিচেলজনসন।দ্বিতীয় উইকেটে অধিনায়ক গৌতম গম্ভীরের (২৩) সাথে ৫৩ ও তৃতীয় উইকেটেইউসুফ পাঠানের (৩৬) সাথে ৭১ রানের দুটি জুটি উপহার দিয়ে দলকে ২ উইকেটে ১৩০ রানেপৌঁছে দিয়েছিলেন মনিশ পাণ্ডে।রান আউট হওয়ার আগে সাকিব আল হাসান খেলেন ৭ বলে১২ রানের আক্রমণাত্মক ইনিংস। এরপর রায়ান ডেন ডেসকাটে দ্রুত ফিরলেও দলকে এগিয়ে নিতেথাকেন মনিশ।এক সময়ে ১৯ বলে মাত্র ২১ রানের প্রয়োজনীয়তার সামনে নিয়েএসেছিলেন দলকে। কিন্তু অতিরিক্ত মারতে গিয়ে মনিশের বিদায়ে দলকে অস্বস্তিতে ফেলেদেয়।৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলা মনিশের ৫০ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৬টিবিশাল ছক্কা।এর আগে গতকাল রোববার ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসহেরে ব্যাট করতে নেমে ঋদ্ধিমান সাহার ৪ উইকেটে ১৯৯ রান করে পাঞ্জাব।চতুর্থওভারেই বীরেন্দর শেবাগের বিদায়ে শুরুটা ভালো হয়নি পাঞ্জাবের। আগের ম্যাচে শতক করাশেবাগ (৭) পেসার উমেশ যাদবের বলে গৌতম গম্ভীরের ক্যাচে পরিণত হন।তিন নম্বরেব্যাট করতে নেমে অধিনায়ক জর্জ বেইলির (১) দ্রুত বিদায় দলের ওপর চাপ আরো বাড়ায়।সুনীল নারায়ণের বলে বোল্ড হয়ে যান তিনি।ষষ্ঠ ওভারে ৩০ রানে দু উইকেটহারানো পাঞ্জাবকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান ঋদ্ধিমান ও মানান ভোহরা। তৃতীয় উইকেটে১২৯ রানের জুটি গড়েন দুজন। ফিরতি ক্যাচ নিয়ে ভোহরাকে (৬৭) বিদায় করে ৭২ বল স্থায়ীজুটি ভাঙেন পীযুষ চাওলা।এরপর প্রায় একাই খেলছেন ঋদ্ধিমান। শেষ পর্যন্ত ১১৫রানে অপরাজিত থাকেন তিনি। আইপিএলের ফাইনালে প্রথম শতক হাঁকানো ঋদ্ধিমানের ৫৫ বলেরইনিংসে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা।তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ ১০ ওভারে১৪১ রান যোগ করে পাঞ্জাব।কোলকাতার পক্ষে চাওলা ২ উইকেট নেন ৪৪ রানে। টানাচার ওভার বল করা সাকিব কোনো উইকেট না পেলেও দেন মাত্র ২৬ রান।২০১২ সালেপ্রথমবার ফাইনালে উঠেই শিরোপা জিতেছিলো কোলকাতা। পাঞ্জাবের এটাই ছিলো প্রথমফাইনাল।সংক্ষিপ্ত স্কোর:কিংস ইলেভেন পাঞ্জাব:২০ ওভারে ১৯৯/৪ (শেবাগ ৭, ভোহরা ৬৭, বেইলি ১, ঋদ্ধিমান ১১৫*, ম্যাক্সওয়েল ০, মিলার ১*; চাওলা ২/৪৪, যাদব ১/৩৯, নারায়ণ ১/৪৬)।