মাথাভাঙ্গা মনিটর: মিশরের পশ্চিম সীমান্তে চোরাচালানি ও অপরাধীদেরহামলায় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যেএকজন কর্মকর্তাও রয়েছেন। গত শনিবার রাতে মিশরীয় সেনাবাহিনীর এক মুখপাত্র এ খবরজানিয়েছেন।পশ্চিম সীমান্তের আল ওয়াহাত এলাকায় টহল দেয়ার সময় হামলার শিকারহন তারা। সম্প্রতি চোরচালানি দলের কিছু সদস্যকে গ্রেপ্তার করে অস্ত্র, গোলাবারুদ, গাড়ি ও মাদক উদ্ধার করেছিল সীমান্তরক্ষী বাহিনী।ওই ঘটনার প্রতিশোধ নিতেহামলাটি চালানো হয় বলে এক বিবৃতিতে দাবী করেছে সেনাবাহিনী।