মাথাভাঙ্গা মনিটর: ৩৮ জন মিলে নির্মমভাবে গণধর্ষণ করেছে ১৫ বছর বয়সী এক কিশোরীকে। এদের মধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনা ঘটেছে মালয়েশিয়ায়। দেশটির উত্তরাঞ্চলের কেলান্টান এলাকায় এ ঘটনা ঘটে।মালয়েশিয়ার একটি টেলিভিশন জানায় গত ২০ মে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।পুলিশেরতদন্তে জানা যায়, চার ঘণ্টা ধরে ওই কিশোরীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। সেইসাথে তার ১৭ বছর বয়সী এক বান্ধবীকেও ধর্ষণের আলামত পেয়েছেপুলিশ। জেলা পুলিশের প্রধান আজহাম ওথাম জানান, এ ধর্ষণের ঘটনায় ৩৮ জনের সম্পৃক্ততা রয়েছে।তবে এদের সবাই মাদকাসক্ত আর ওই এলাকাটি মাদকের আঁখড়া বলেও জানা গেছে।পুলিশেরওই কর্মকর্তা ধর্ষণের সময় গ্রামবাসীর ভূমিকা নিয়েও আক্ষেপ প্রকাশ করেছেন।