মাথাভাঙ্গা মনিটর: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের দ্বিতীয় প্রধাননগরী জম্মুর একটি আবাসিক হোটেলে আগুন লেগে অন্ততপক্ষে ৪ জন নিহত হয়েছেন। এঘটনায় এক ডজনেরও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোররাতে জম্মু শহরের প্রধান বাসস্ট্যান্ডের কাছের হোটেলনিলমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে।এলাকাটি শহরের কেন্দ্রস্থল শাহেদি চক থেকে এক কিলোমিটারদূরে।বার্তা সংস্থা আইএএনএস কে জম্মুর এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেছেন, মধ্যরাতের কিছুক্ষণ পর আগুন লাগে। হোটেল থেকে ধোঁয়া বের হতে শুরু করা মাত্রইঅগ্নিনির্বাপণ কর্মী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে উপস্থিত হন।আহতরা ছাড়া, চারজন মারাত্মক অগ্নিদগ্ধ হয়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। অগ্নিদগ্ধ ১২ জনকেজম্মু মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হোটেলের নিচতলায় যানবাহনের টায়ার রাখার একটি গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।হোটেলটির মালিক একজন পরিবহণ ব্যবসায়ী বলে প্রকাশিত খবরে জানানো হয়েছে।