একবছরের মধ্যে থাইল্যান্ডে নির্বাচন নয়: নতুন সেনাশাসক

 

মাথাভাঙ্গা মনিটর: আগামীএক বছরের আগে থাইল্যান্ডে কোনো নির্বাচন অনু্ষ্ঠান হবে না বলে জানিয়েদিয়েছেন দেশটির নতুন সেনাশাসক জেনারেল প্রায়ুথ চান-ওচা। ক্ষমতা গ্রহণের পরপ্রথম টেলিভিশন ভাষণে গত শুক্রবার জেনারেল প্রায়ুথ চান-ওচা বলেন, আগামী একবছরের আগে দেশটিতে কোনো নির্বাচন অনু্ষ্ঠান হবেনা। দেশটির রাজনৈতিক সংস্কার ওপুর্নগঠনে এ সময় প্রয়োজন। এজন্য সকল পক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান।এদিকে সম্ভাব্য বিক্ষোভ ঠেকাতে গত শুক্রবার বিকেলে ব্যাংককের একটি ব্যস্ততমস্থানে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে সেনারা।থাইল্যান্ডে গত কয়েক মাস ধরেচলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে গত ২২শে মে সেনা অভ্যুত্থানের মাধ্যমেদেশটির ক্ষমতা দখল করে সেনাবাহিনী। সেনা অভ্যুত্থানের পর জনগণের উদ্দেশেদেয়া প্রথম ভাষণে থাই সেনাশাসক জেনারেল প্রায়ুথ চান-ওচা বলেন, নির্বাচনেরপথে এগিয়ে যাবার জন্য ক্ষমতাসীন সামরিক সরকার এক বছর তিন মাসের সময়সীমা ধরেনিয়ছে। তিনি বলেন, দেশটিতে নতুন সংবিধান প্রণয়ন, নতুন মন্ত্রীসভা গঠনসহগণতান্ত্রিক প্রক্রিয়া সংশোধনের জন্য সময় প্রয়োজন।