জিয়ারশাহাদাত বার্ষিকী পালন করতে বাধা দেয়া হচ্ছে : ফখরুল

 

 

স্টাফ রিপোর্টার: বিএনপিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সরকার শুধুবিএনপিকে সমাবেশ করতে বাধা দিচ্ছে না, তারা ধর্মীয় অনুষ্ঠান, জন্ম দিন ওমৃর্তুবাষির্কীর মতো অনুষ্ঠানেও বাধা দিচ্ছে।সুষ্ঠুভাবে খাবার বিতরণকর্মসূচি করতে দেয়া হচ্ছে না। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করতেবাধা দেয়া হচ্ছে। প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীউপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল শানিবার দুপুরেরাজধানীর কুড়িলে তিনি একথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আনতেজালেম-জুলুমবাজ সরকারকে সরিয়ে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকারপ্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন চাই। আর সকল দলের অংশগ্রহণে এ নির্বাচন হতে হবেনির্দলীয় সরকারের অধীনে। এজন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরওআহ্বান জানান ফখরুল।