মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর নামক স্থানে যাত্রীবাহী বাসচাপায় আজিজুল ইসলাম (৫৫) নামের এক কাঠব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজিজুল ইসলাম দারিয়াপুর পশ্চিমপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে।
স্থানীয়সূত্রে জানা গেছে, দারিয়াপুর কদমতলা এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন আজিজুল ইসলাম। এসময় ঢাকা থেকে মুজিবনগরগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় আজিজুল ইসলামকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
হাসপাতালে আনার পরপরই তার মৃত্যু হয়েছে বলে জানান মেহেরপুর জেনারেল হাসাপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম। নিহত আজিজুল ইসলাম চার ভাই ও পাঁচ বোনের মধ্যে সবার বড় এবং তিন মেয়ের জনক ছিলেন। গতকাল রাতে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে।