চুয়াডাঙ্গা পৌরসভার বাজেট ঘোষণা

 

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পৌর মিলনায়তনে পৌরমেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার ৭২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৪৪ টাকার বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে রাজস্ব খাত থেকে মোট আয় ধরা হয়েছে ৯ কোটি ৮ লাখ বায়ান্ন হাজার টাকা। বাকি অর্থের যোগান এডিপি ও বিভিন্ন প্রকল্প থেকে ৬৩ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৮৯৪ টাকা বরাদ্দ পাওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে। আগামী অর্থ বছরে রাজস্ব আয় থেকে ৯০ লাখ ৩৭ হাজার ৮৯৪ টাকা উদ্বৃত্ত থাকবে বলেও ঘোষণা দেয়া হয়। উন্নয়ন বিভাগ এবং তৃতীয়নগর পরিচালন অবকাঠামো উন্নয়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬৩ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা। ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত পৌর বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ,সাংবাদিকসহ পৌর পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।