দামুড়হুদার লোকনাথপুরে চলছে মাদক বেচা-কেনা : নীরব পুলিশ প্রশাসন

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুর গ্রামটি বর্তমানে মদ, গাঁজা, তাড়ি, ফেনসিডিল, হেরোইনসহ সব ধরনের মাদকের আখড়ায় পরিণত হয়েছে। গ্রামের বিভিন্ন আমবাগান থেকে শুরু করে পুরো গ্রাম জুড়ে প্রকাশ্যে মাদক বেচাকেনা চললেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে বলে অভিযোগ করেছে ওই গ্রামের সুধীমহলসহ সাধারণ শান্তিপ্রিয় মানুষ। মাদকের অবাধ বেচাকেনার ফলে বিপথগামী হচ্ছে উঠতি বয়সী যুবকরা। ফলে একদিকে যেমন ধ্বংস হচ্ছে দেশের যুবসমাজ অপরদিকে অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির।

দেখা গেছে, লোকনাথপুর স্কুলের পাশে মইনুলের আমবাগানে, মসলেমের পুকুর পাড়ে, গ্রামের পশ্চিমপাড়া ও মাঝেরপাড়ায় অনেকটা প্রকাশ্যে চলছে মাদকের বেচাকেনা। প্রতিদিন দুপুর হলেই বাসস্ট্যান্ডে দেখা যাচ্ছে অচেনা লোকজনের আনাগোনা। এ গ্রামে মদ, গাঁজা, তাড়িসহ সব ধরনের মাদক বেচাকেনা চলছে। কারা কিনছে আর কারা বিক্রি করছে জানতে চাইলে কয়েকজন গ্রামবাসী তারা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রামের মাঝেরপাড়ার শাজাহান, হালিম শাহ, পশ্চিমপাড়ার শরিফুল ও দরবেশসহ পূর্বপাড়ার বিভিন্ন আগানবাগানে অনেকেই এ মাদক বেচাকেনা করছে। প্রতিদিন চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেলযোগে উঠতি বয়সী ছেলেরা এ গ্রামে মাদক সেবনের জন্য আসে। তারা আরও জানান, বর্তমানে লোকনাথপুর গ্রামটিই নাকি মাদকসেবীদের জন্য নিরাপদস্থান।পুলিশ প্রশাসন আন্তরিক হয় তাহলেই সম্ভব গ্রামকে মাদকমুক্ত রাখা।