মাদকমুক্ত রাখতে পারলেই আইনশৃঙ্খলা ভালো থাকবে
সরোজগঞ্জ প্রতিনিধি:বাল্যবিয়ে,ইভটিজিং, মাদক প্রতিরোধআইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুর সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। প্রধান অতিথির বলেন, ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে পারলেই আইনশৃঙ্খলা ভালো থাকবে। এছাড়া বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধে আন্তরিকতার সাথে সবাই এগিয়ে আসতে পারলে হয়তো এসমাজ থেকে চিরতরে বাল্যবিয়ে,ইভটিজিং মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।অত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলাম,হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সিদ্দিকুর রহমান,খাসকররা ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য বিল্লাল গনি,মুক্তিযোদ্ধা আজিজুল হক,খাসকররা বাজার কমিটির সভাপতি মিজানুর রহমান,শিক্ষক শহিদুল ইসলাম,আব্দুল রশিদ,আব্দুল লতিফ,ফরিদুল ইসলাম,আরজান আলী,আনিচুর রহমান,ইউপি সদস্য নজরুল ইসলাম,মতিয়ার রহমান,চাঁদ আলী,বাবলুর রহমান,ফরিদুল ইসলাম,লুৎফর রহমান,আশাদুল আলম,শহিদুল ইসলাম,বেলি খাতুন,ছবেদা খাতুন প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা আ. লীগের প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন।