আমঝুপি প্রতিনিধি: সম্প্রতি মেহেরপুর ব্র্যাক অফিসে ডাকাতির ঘটনায় ব্র্যাক অফিসের দুজন নৈশ্যপ্রহরীকে সন্দেহজনকভাবে আটক করেছে পুলিশ।
এলাকা ও ব্র্যাক অফিসসূত্রে জানা যায়, গত ৮ আগস্ট ঈদের রাতে রাত ১২টায় ১৫/১৬জনের একটি ডাকাতদল মেহেরপুর ব্র্যাক অফিসের নৈশপাহারাদার আবুল কালাম ও আলী হোসেনকে জিম্মি করে প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ডাকাতদল ব্র্যাক অফিসের প্রায় ২০টি রুমের তালা ভেঙে ও আলমারি ভেঙে তছনছ করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। পরের দিন এ ঘটনায় ব্র্যাকের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়। মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনার পরের দিন ব্র্যাক অফিসের নাইটগার্ড চাঁদবিল গ্রামের মৃত রহমত আলীর ছেলে আবুল কালাম (৪৫) ও মেহেরপুর ৪ নং ওয়ার্ডের মৃত ইমান আলীর ছেলে আলী হোসেনকে আটক করে জেলহাজতে পাঠায়। তদন্ত চলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কথার গরমিল পেয়েছে পুলিশ।