স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় এলিফ্যান্ট ব্র্যান্ড সিমেন্ট রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি শ্রীমন্ত টাউন হলের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীমন্ত টাউন হলে এসে শেষ হয়। ৱ্যালি শেষে আলোচনাসভার আয়োজন করা হয়। আলোচনাসভায় চুয়াডাঙ্গার এলিফ্যান্ট সিমেন্টের পরিবেশক মেসার্স বন্ধন ট্রেডার্সের স্বত্বাধিকারী রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সেনা কল্যাণ সংস্থার উপমহাপরিচালক কর্নেল আহম্মদ তারেক সুমীন। বিশেষ অতিথি ছিলেন এলিফ্যান্ট সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপক জসিম উদ্দিন, চুয়াডাঙ্গা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান লাল্টুসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে রাজমিস্ত্রিদের নিয়ে ৱ্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।