পূর্ব ইউক্রেইনে হেলিকপ্টারে গুলি করে ভূপাতিত :নিহত ১৪
মাথাভাঙ্গা মনিটর: পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানস্ক শহরের কাছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা গুলি করে একটি সামরিক বিমান ভূপাতিত করেছে।এতে এক জেনারেলসহ হেলিকপ্টরটির ১৪ আরোহীর সবাই নিহত হয়েছে বলে পার্লামেন্টেজানিয়েছেন ইউক্রেইনের বিদায়ী প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ।তিনিবলেন, আমি এইমাত্র খবর পেলাম যে, স্লোভিয়ানস্কের কাছে সন্ত্রাসীরারাশিয়ার তৈরি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের হেলিকপ্টারভূপাতিত করেছে। ওই হেলিকপ্টারে দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা ছিলেন।নিহতদের মধ্যে একজন ঊর্ধ্বতন জেনারেলও আছেন।স্লোভিয়ানস্কে সম্প্রতি কয়েক সপ্তাহে বিচ্ছিন্নতাবাদী এবং সরকারি বাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।স্লোভিয়ানস্ক এবং ক্রামাতোর্স্ক এর মধ্যে প্রচণ্ড লড়াই চলাকালেহেলিকপ্টার ভূপাতিত হয়। সেনাদেরকে একটি সামরিক ঘাঁটিতে নামিয়ে দেয়ার পরইহেলিকপ্টারটি বিচ্ছিন্নতাবাদীদের হামলা শিকার হয়।