ছাত্রলীগের গুলিতে এমপির ভাতিজা নিহত

স্টাফ রিপোর্টার: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের দু’গ্রুপেরসংঘর্ষের ঘটনায় কুমিল্লার সদর আসনের এমপি একেএম বাহাউদ্দিন বাহারেরভাতিজা আহসান হাবীব সমু (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো দুজনের অবস্থাআশঙ্কাজনক বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এমপি বাহাউদ্দিনের মুন্সেফবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশ জানান, এলাকায় আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে দুপুর ১টার দিকে ছাত্রলীগের সালেহ আহমেদ রাসেল ও জহিরুল ইসলামরিন্টুর অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এসময় সমু  গুলিবিদ্ধ হন। পরেগুরুতর আহত সমুকে কুমিল্লা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেমৃত ঘোষণা করেন। সমু গার্ড বাংলাদেশ নামের একটি নিরাপত্তারক্ষী সরবরাহকারীপ্রতিষ্ঠানের পরিচালক।