স্টাফ রিপোর্টার: হযরতশাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডিএসএল কুরিয়ার সাভির্সের একটি প্যাকেটেতল্লাশি চালিয়ে ডিভিডি প্লেয়ার ও মোবাইলফোনের চার্জারের ভেতর থেকে এককেজি ৩০০ গ্রাম সোনা আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। যার বাজার মূল্য ৭০ লাখটাকা। গতকাল বুধবার বিকেলে বিমানবন্দরের কার্গো গুদামের ভেতর থেকে এ সব সোনা আটক করা হয়।ঢাকাকাস্টমস হাউজের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, গতমঙ্গলবার সিঙ্গাপুরথেকে একটি ফ্লাইটে ডিএসএল কুরিয়ার সার্ভিস দুটি কার্টন আনে। দুপুরে গেটদিয়ে ওই কার্টুন পার করার সময় গোপন সংবাদে অভিযান চালিয়ে মোবাইলফোনেরচার্জার ও ডিভিডি প্লেয়ারের ভেতর থেকে ১২টি সোনার বার ২৭টি চেইন আটককরা হয়। বায়তুল মোকাররম মার্কেটের নিউ খান ইলেকট্রনিকস নামের একটিপ্রতিষ্ঠান আমদানিকারক।