মাথাভাঙ্গা মনিটর: কালোটাকা দেশের বাইরে কোথায় লুকিয়ে রাখা হয়েছে তা খুঁজে বের করতে ও দেশেফিরিয়ে আনতে বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে ভারতের নতুন সরকার। গতমঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়াহয়। নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নেয়া প্রথম সিদ্ধান্ত এটাই।গতকালবুধবারআবারও মন্ত্রিপরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে।আলোচনার বিষয় উল্লেখ করেবৈঠক শেষে দেশটির আইনমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, আমরাবিশেষ একটি তদন্ত দল গঠন করেছি। যার কাজ হবে সুপ্রিম কোর্টের নির্দেশঅনুসারে বিদেশে লুকিয়ে রাখা কালো টাকা দেশে ফিরিয়ে আনা।ভারতের অর্থনৈতিকব্যবস্থাপনা ও রাজস্বখাতে নিযুক্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এসআইটিগঠন করা হবে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন বিচারপতি হবেন এ তদন্তদলের প্রধান। এর প্রধান হিসেবে বিচারপতি এমবি শাহর নাম প্রস্তাব করা হয়েছে।এ সিদ্ধান্ত ভারতের নতুন সরকারের অঙ্গীকার থেকেই নেয়া হয়েছে বলেও জানানতিনি।৪৫ জন মন্ত্রীকে সাথে নিয়ে গত সোমবার শপথ নেন ভারতের ১৫তমপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত দক্ষিণ এশিয়ারদেশগুলোর প্রতিনিধিদের সাথে গত মঙ্গলবার আলাদা আলাদাভাবে বৈঠক করেন নরেন্দ্রমোদি। ব্যস্ত দিন কাটিয়ে সন্ধ্যায় প্রায় দেড়ঘণ্টা সময় নিয়ে মন্ত্রিপরিষদেরবৈঠকে অংশ নেন দেশটির নতুন প্রধানমন্ত্রী।