মাথাভাঙ্গা মনিটর: মক্কারপবিত্র কাবা শরীফের প্রাচীরের গায়ে জুতোসহ পা উঠিয়ে বিশ্রাম নেয়ায় ক্ষোভেফেটে পড়েছে মুসলিম বিশ্ব। এ ঘটনায় দায়ী পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাগ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন মক্কার গভর্ণর। সম্প্রতি পবিত্রকাবা শরীফের প্রাচীরের গায়ে জুতোসহ পা উঠিয়ে বিশ্রাম নিচ্ছিল এক সৌদিপুলিশ। সোস্যাল মিডিয়ার কল্যাণে এ ছবি ছড়িয়ে পড়লে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটেপড়ে। এরই প্রেক্ষিতে প্রিন্স মিশাল মক্কার পুলিশ প্রধানকে কাবা মসজিদেরদায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী এবং বেসামরিক কর্মচারীদের জন্য আচরণাদিসংক্রান্ত বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তবে এ ঘটনাছড়িয়ে পড়ার পর প্রথমদিকে সৌদি কর্মকর্তারা বলেছিলেন, ওই পুলিশের পায়ে জুতানয়, রাবারের তৈরি বিশেষ ধরণের মোজা ছিলো। কাবার মসজিদের কর্মচারীরা নিয়মিত এমোজা ব্যবহার করে থাকে। পরে অবশ্য তারা এ দাবি থেকে সরে আসেন।