দামুড়হুদা সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান : মুন্সিপুরেরইসমাইল ফেনসিডিলসহ আটক

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুর বিজিবি সদস্যরা মুন্সিপুর কবরস্থান মোড় থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছেন। আটককৃত ইসমাইল মুন্সিপুর গ্রামের মৃত ইউনুচ মাস্টারের ছেলে।

মুন্সিপুর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১টার দিকে হাবিলদার মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান মুন্সিপুর কবরস্থান মোড়ে। এ সময় ইসমাইলের কাছ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মুন্সিপুর বিজিবি গতকাল বুধবার সকালে দামুড়হুদা মডেল থানায় ইমাইলকে সোপর্দ করে। এ ঘটনায় মাদক আইনে আরো দুজনকে আসামি করেছে বিজিবি।

অপরদিকে আটক ইসমাইলের শ্বশুর সাইফুল বিশ্বাস জানান, আমার জামাই গরুব্যবসায়ী।সে রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলো। বিজিবি সদস্যরা তাকে বাড়ি থেকে মুন্সিপুর ক্যাম্পে ডেকে নিয়ে যান। পরে জানতে পারি, তাকে ফেনসিডিল দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।