গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী শহর ও বামন্দী বাজারে গতকাল বুধবার দুপুরে কয়েকটি খাবার হোটেল, বেকারি ও মুদি দোকানে অভিযান চালিয়ে ২২ হাজার ৬০০টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটে আমিনুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার আইন লংঘন করে এসব ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করায় অর্থদণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর (খুলনা) সহকারী পরিচালক মামুনুর রশিদ ও জেলা প্রশাসনের মার্কেটিং অফিসার শহিদুল ইসলামসহ ক্যাব মেহেরপুর জেলা শাখার সদস্যবৃন্দ।