মেহেরপুর অফিস: জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাসহ ক্রেস্ট বিতরণ করেছে মেহেরপুর ছাত্র উন্নয়ন সংঘ (মেসডা)। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গনে কৃতি শিক্ষর্থীদের (জিপিএ-৫ প্রাপ্ত) সংবর্ধনা প্রদান করা হয়। জেলার ৫৫৪ জন এবং উচ্চ শিক্ষায় ১৫ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। মেসডার সংবর্ধনা প্রদান কমিটির আহ্বায়ক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংক্ষরিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু, জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন, পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাল মতু। সংবর্ধনা অনুষ্ঠানে জেলার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ অংশ গ্রহণ করেন। গোল্ডেন জিপিএ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে ঢাকা আইডিয়াল স্কুলে থাকা খাওয়াসহ লেখাপড়ার সকল খরচ বহন করার প্রতিশ্রুতি দেন মেসডা’র উদ্যেক্তরা।