সিলেট তামাবিল সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-৩

 

মাথাভাঙ্গা অনলাইনঃ সিলেটে কয়লাবাহী ট্রাক ও সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। শনিবার বিকেল চারটার দিকে সিলেট-তামাবিল সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি চালক ও দুইজন যাত্রী। এ ঘটনায় গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানান তিনি।

হতাহত কারও পরিচয় এখনও জানা যায়নি।-(মাথাভাঙ্গা এম.এম)