হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শিশু অপহরণকারী সন্দেহে দু যুবককে আটক করেছে পুলিশ। উপজেলার তাহেরহুদা গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোবাইল ট্রাকিঙের মাধ্যমে তাদের আটক করা হয়। আটককৃত যুবকদ্বয় হলো আদর্শ আন্দুলিয়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে আতিকুর রহমান এবং তাহেরহুদা গ্রামের মিলনের ছেলে উজ্জ্বল। হরিণাকুণ্ডু থানার এএসআই সোলাইমান হোসেন জানান,পার্শ্ববর্তী খলিশাকুণ্ডু গ্রাম থেকে এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। সন্ধ্যায় তাহেরহুদা গ্রামের মকবুল হোসেনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে আসলেই তারা অপহণের সাথে জড়িত কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।