৫ মাসেও উদ্ধার হয়নি চুয়াডাঙ্গা দশমাইলের অপহৃত সোহেল রানা : পুলিশি অনুসন্ধান– গ্রেফতার অভিযান অব্যাহত
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ৫ মাসেও উদ্ধার হয়নি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের অপহৃত সোহেল রানা। সে বেঁছে আছে নাকি সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছে তাও নিশ্চিত নয় পরিবার। তবে,সোহেল রানা অপহৃত মামলার প্রধান আসামি আব্দুর রহিম তোতাকে মাদারীপুর থেকে আটক করেছে চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশ।
গত পরশু সোমবার রাতে তাকে মাদারীপুর জেলা সদরের বাহাদুরপুর এলাকার মোল্লা ফিলিং স্টেশনের কাছ থেকে আটক করা হয়। আটকের পর রাতেই তাকে চুয়াডাঙ্গায় নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ আশাবাদ ব্যক্ত করে করেছে,চুয়াডাঙ্গা বদরগঞ্জ দশমীর ইটভাটা মালিকের ছেলে মাসুদ রানাকে অপহরণের পর কোখায় কীভাবে রাখা হয়,শেষ পযন্ত তার ভাগ্যে কি ঘটানো হয় তার সবাই জানা যাবে। এ তোতাই এইটভাটা মালিকের ছেলে মাসুদ রানা অপহরণের হোতা।
ডিবিপুলিশ সূত্র বলেছে,অপহরণের পর দীর্ঘদিন ধরে পলাতক ছিলো অপহরক তোতা। গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্র্যাকিঙের মাধ্যমে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের ১০ জানুয়ারি চুয়াডাঙ্গা সদর উপজেলার দশমী গ্রামের আব্দুল বারীর ছেলে সোহেল রানাকে অপহরণ করে দুর্বত্তরা।