গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী হিমাগারে (কোল্ডস্টোরেজ) চাঁদার দাবিতে সোমবার দিনগত রাত ২টার দিকে হামলা চালিয়েছে একদল চাঁদাবাজ। এতে গুরুতর আহত হয়েছেন হিমাগারের আলু সংরক্ষণে নিয়োজিত শ্রমিক ইন্তাজুল ইসলাম (৪৫),মাহিরুল ইসলাম (৪০) ও আব্দুর রাজ্জাক (৩৭)। রাতেই আহতদেরকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক।
আহত শ্রমিকরা জানান,চাঁদাবাজরা একটি মোবাইল নম্বর দিয়ে মালিককে যোগাযোগ করতে বলে গেছে। গত কয়েকদিন ধরে দু লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল ওই চাঁদাবাজরা।