মাথাভাঙ্গা মনিটর: থাইল্যান্ডের রাজপরিবারকে দেশটিতে খুবই শ্রদ্ধার সাথে দেখা হয়। সেই রাজপরিবারের যুবরাজ ও তাঁর স্ত্রীর একান্ত ঘরোয়া অনুষ্ঠানের একটি ভিডিওচিত্র ফাঁস করে দিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের অনলাইন সংস্করণ। এ কারণে থাই সরকার দেশটিতে ডেইলি মেইলের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।ভিডিওতে একটি পোষা কুকুরের জন্মদিন উদযাপনের সময় প্রায় নগ্ন অবস্থায় দেখা যায় যুবরাজ মাহার স্ত্রী শ্রীরশ্মিকে। ব্যাংককের থাই রয়েল প্যালেসে ভিডিওচিত্রটি ধারণ করা হয়। এ সময় স্ত্রীর পাশেই ছিলেন যুবরাজ।গত শনিবার থাই রাজপরিবারকে নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশকে সম্ভবত ‘রাজদ্রোহ’ আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়েছে। গত সপ্তাহে ক্ষমতা দখল করা থাই সেনাবাহিনী হয়তো ওই আইনটি প্রয়োগ করেছে।রাজদ্রোহ আইনে বলা আছে, রাজা বা রাজপরিবারের কোনো সদস্যের পরিবারের সম্মানহানি হয়, এমন কিছু করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। যেকোনো ব্যক্তি এ আইনে অভিযোগ করতে পারে। সেই অভিযোগের তদন্ত করতে পুলিশ বাধ্য।থাইল্যান্ডে ডেইলি মেইল অনলাইন ব্লক করার ব্যাপারে এখন পর্যন্ত থাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। লন্ডনের রয়্যাল থাই দূতাবাসও এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।