খালেদা যেদিন চাইবেন সেদিনই ঢাকায় সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: বিএনপিচেয়ারপারসন খালেদা জিয়া যেদিন চাইবেন সেদিনই দেশের জনগণকে নিয়ে ঢাকায়সমাবেশ করবেন। সরকার চাইলেও বাধা দিতে পারবে না বলে জানিয়েছেন দলটিরভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকালমঙ্গলবার দুপুরে জাতীয়প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকীউপলক্ষে ‘শহীদ জিয়া- বাংলাদেশ ও গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায় প্রধানঅতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ারদুটি অনুষ্ঠানে সরকার বাধা দিয়েছে। তারপর ও তিনি (খালেদা জিয়া) কথাবলেছেন। খালেদা জিয়া যখন যেখানে চাইবেন সেখানেই তিনি সমাবেশ করবেন। তিনিবলেন, আওয়ামী লীগ আবারও গণতন্ত্র হত্যা করেছে। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বলেছিলো সংবিধান রক্ষার জন্যতারা একটি নির্বাচন করছে। দ্রুতই সবার অংশ গ্রহণে একটি নির্বাচন করাহবে। কিন্তু তারা (সরকার) এখন বলছে ৫ বছর ক্ষমতায় থাকবে।