মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ানপ্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মরসুমে ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছেনবিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারদের একজন সাকিব আল-হাসান। চমৎকার পারফর্মকরে আইপিএল সেভেনের সেরা দশ খেলোয়াড়ের তালিকায় উঠে এসেছেন বাংলাদেশি এঅলরাউন্ডার।কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলছেন সাকিব।বর্তমানে তিনি সেরা দশের মধ্যে নবম স্থানে অবস্থান করছেন। টানা ছয় ম্যাচজিতে দ্বিতীয় স্থানে থেকে প্রথম রাউন্ড শেষ করে কেকেআর। দলের এ সাফল্যেঅন্যতম অবদান ছিলো সাকিবের।
বর্তমানে ব্যাটসম্যানদের তালিকায় ৩৭তমএবং বোলারদের তালিকায় ২২তম স্থানে অবস্থান করছে সাবেক ওয়ানডে ও টেস্টেরশীর্ষ এ অলরাউন্ডার। নাইটদের হয়ে চলতি মরসুমে ১১ ম্যাচে ব্যাট হাতে করেছেন২১১ রান। অপরদিকে বল হাতে ১১ উইকেট দখল করেছেন এ বাহাতি। তবে প্রায়প্রতিটি ম্যাচেই ব্যাটসম্যানদের নিয়ন্ত্রিত বোলিঙে বেঁধে রেখে ব্যাপকপ্রশংসা কুড়িয়েছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব।দলের হয়েদুর্দান্ত ফর্মে থাকায় কেকেআর মালিক শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমটুইটারে প্রশংসায় ভাসিয়েছেন সাকিবকে।