মাথাভাঙ্গা অনলাইন : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিরেরটেক বাজার এলাকায় দিনে দুপুরে প্রিন্স স্টুডিও মালিককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মো. শাহীন (৪০)।
শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শাহীন কাঁচপুর ইউনিয়নের বাগুরী গ্রামের আবদুল জব্বারের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজারে অবস্থিত প্রিন্স স্টুডিও মালিক মো. শাহীন শনিবার দোকানে কাজ করছিলেন।
বেলা ১১টায় দুর্বৃত্তরা একটি সাদা মাইক্রোবাসযোগে তার দোকানে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা শাহিনকে ছবি তোলার কথা বলে স্টুডিওর ভেতরের রুমে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
শাহীনের ছোট ভাই জুয়েল দোকানে এসে তার ভাইয়ের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় দোকানের ভেতরে পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুরে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তার তথ্য এখনো জানা যায়নি।
নিহত শাহিনের স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।