আলমডাঙ্গায় ডিজিটাল মেলা-২০১৪১র উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

 

 

আলমডাঙ্গা ব্যূরো: সংস্কৃতি আর প্রযুক্তি দুইয়ে মিলে উন্নতি” এ শ্লোগানকে সামনে রেখে ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে গতকাল সোমবার আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ডিজিটাল মেলার উদ্ভোধন করেন এবং মেলার স্টল পরিদর্শন করেন । উপজেলা নির্বাহী অফিসার আরশাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, মাধ্যমি শিক্ষা অফিসার দ্বীনেশ চন্দ্র পাল, প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহামন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জিল্রুর রহমান, কৃষি অফিসার একেএম হাসিবুল হাসান, মৎস্য অফিসার শহিদুর ইসলাম, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, পরিসংখ্যন অফিসার রাশেদুজাজামান,এম এস জোহা কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বিশিষ্ট শিক্ষানুরাগী ও হারদী ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম । প্রাথমিক শিক্ষা অফিসার আলা উদ্দিন ও যুবলীগের আহবায়ক আহসাউল্লাহর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউদ্দিন, পাইলট মডেল বহুমূখি মাধ্যমিক বিদ্যারয়ের প্রধান শিক্ষক রবিউল খান, উপজেলা আনসার ভিডিবির প্রশিক্ষক আরশাফুল আলম, বিআরডিবির চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খান, প্রাইম পলিটেকনিকের পরিচালক ইদ্রিস খান, মুক্তিযোদ্ধা আহসান মৃধা সকল ইউপি চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃকিত অনুষ্ঠান হয় এবং বিকালে পুরস্কার বিতরন করেন।