মাথাভাঙ্গা মনিটর: বেলজিয়ামেরাজধানী ব্রাসেলসে ইহুদিদের একটি জাদুঘরে একজন বন্দুকধারীর গুলিতে নারীসহতিনজন নিহত হয়েছেন। এরপরই ইহুদিদের সব গুরুত্বপূর্ণ স্থানে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। শনিবার এ ঘটনার পর সন্দেহভাজন একজন ব্যক্তিতে আটককরার কথা জানিয়েছে দেশটির পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, একজন ব্যক্তি গাড়িতে এসে ব্রাসেলসের ওই জাদুঘরটিতে প্রবেশকরে। এরপর সে গুলি ছুড়তে শুরু করে এবং একটু পরেই আবার তার গাড়িতে উঠে চলেযায়।