স্টাফ রিপোর্টার: ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদিতে গতকাল রোববার দিল্লি পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীনশারমিন চৌধুরী। শপথের পরদিন মঙ্গলবার দুপুর ১টায় মোদীর সাথে বৈঠক করবেনতিনি। একদিন বিকেল পাঁচটায় ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সাথেও তারবৈঠক করার কথা রয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মোদীর শপথেযোগ দিতে যাওয়া স্পিকার ২৮ মে বুধবার বিকেলে দেশে ফিরবেন। স্পিকারেরকার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।গতকাল রোববার সকালে শিরীন শারমিন দিল্লীরউদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তাকে বিদায় জানাতে জাতীয় সংসদের হুইপশহীদুজ্জামান সরকার, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব আশরাফুল মকবুলসহকর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।প্রসঙ্গতভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদী আজ সোমবার ভারতের পঞ্চদশপ্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। মোদির চাওয়া অনুযায়ী তার শপথঅনুষ্ঠানে উপস্থিত থাকতে সার্কভুক্ত সব দেশের সরকার প্রধানকে আমন্ত্রণজানায় ভারত। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বনির্ধারিত সফরে জাপানেগেছেন। সেজন্য তার পক্ষে শপথ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করছেন স্পিকার।