গাংনী প্রতিনিধি: গণিত নিয়ে খেলা করো, বিশ্বটাকে জয় করো- তাইতো হাজারো খুদে গণিত প্রতিযোগি মিলিত হয়েছিলো গণিত উৎসবে। ইয়ুথ অ্যান্ডিং হাঙ্গারের উদ্যোগে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে বাওট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী পৌরসভার হিসাবরক্ষক জুলফিকার আলী, খলিশাকুণ্ডি ডিগ্রি কলেজের প্রভাষক সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন- দি হাঙ্গার প্রজেক্ট গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দীন ও মটমুড়া ইউপি সমন্বয়কারী মোমিনুল ইসলাম। মাও. শাহ আলমের কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপরে ক্ষুদে গণিতবিদরা মেতে ওঠে গণিত প্রতিযোগিতায়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।